মেলেনি নথি, ৫ পুরসভাকে এবার নোটিশ পাঠাচ্ছে সিবিআই

Spread the love

পুর নিয়োগ দুর্নীতিতে এবার চাঞ্চল্যকর দাবি করল সিবিআই । তাদের দাবি, ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়ে ৫টি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কোনও নথিই পাওয়া যায়নি। কেন নেই নথি? এই প্রশ্নের উত্তরে কেউ জানিয়েছে ফাইল হারিয়েছে, কেউ আবার বলেছে নথি রাখাই হয়নি। এমনই দাবি সিবিআইয়ের। ওই ৫টি পুরসভাকে এবার নোটিশ পাঠাচ্ছে সিবিআই।
জানা গিয়েছে, ২০১৪-র পর থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। বাকি পুরসভাগুলি থেকে পাওয়া নথি সামনে রেখে পুর আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুর নিয়োগ দুর্নীতিতে এফআইআর করেছে সিবিআই। তাতে অয়ন শীল ও তার সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের নাম রয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে অয়নের বয়ান নিতে চেয়েছিল সিবিআই। আদালতের অনুমতি মেলায়, সেই বয়ানও তারা নিয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরেই সামনে আসে অয়ন শীলের নাম। তার বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের একাধিক নথির সঙ্গেই উদ্ধার হয় রাজ্যের একাধিক পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি। উদ্ধার হয় পুর নিয়োগের ওএমআর শিট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*