বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগল হোসেনের বাড়িতে পৌঁছাল সিবিআই। বুধবার মুর্শিদাবাদের ডোমকল থানার একবালনগর গ্রামের ওই দেহরক্ষীর বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের আধিকারিকরা।
উল্লেখ্য, কিছুদিন আগে দুর্গাপুর থেকে বোলপুর ফেরার পথে ইলামবাজার জঙ্গলে একটি গাড়ির পিছনে ধাক্কা মেরে মৃত্যু হয় অনুব্রত মণ্ডলের মুর্শিদাবাদের দেহরক্ষী সেহগল হোসেনের মেয়ের। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় অন্য এক দেহরক্ষীর। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতেই সেহগলের ডোমকলের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, গরু পাচার-কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বেশ কয়েকবার ডেকে পাঠায় সিবিআই। নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের মুখোমুখি হন অনুব্রত। তবে অসুস্থতার কারণে সিবিআইয়ের তলবে হাজিরা দিতে পারেননি তিনি। সূত্রের খবর, গরু পাচার-কাণ্ডে সেহগলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। পাশাপাশি সেহগলের সম্পত্তির পরিমাণও খতিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে খবর।
Be the first to comment