মৃত’ সাক্ষী ‘জীবিত’ হয়ে এলেন আদালতে, শোকজের মুখে সিবিআই

Spread the love

সিবিআইয়ের নথি বলছে সাক্ষীর মৃত্যু হয়েছে। কিন্তু সেই সাক্ষীই কিনা সটান হাজির হলেন আদালতে। সঙ্গে নিয়ে এলেন ভোটার আর প্যানকার্ড। বিচারককে বললেন, ষড়যন্ত্র করে তাঁকে মৃত বলে ঘোষণা করেছে সিবিআই। আদালতের ভরা এজলাসে দাঁড়িয়ে সিবিআই তালিকায় ‘মৃত’ বাদামি দেবী প্রমাণ করলেন যে তিনি মরেননি।  বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জন হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড়।  গোটা ঘটনায় বিহারের মুজফ্ফরপুর দায়রা আদালতের শোকজের মুখে পড়েছে সিবিআই। 
   
২০১৭ সালে বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জন খুন হন। ওই বছরের মে মাসে উত্তর বিহারের সিওয়ানে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ওই সাংবাদিক। ‘হিন্দুস্তান’ নামে একটি হিন্দি দৈনিকের সিওয়ানের ব্যুরো চিফ ছিলেন তিনি। ষড়যন্ত্র এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই আরজেডি নেতা মহম্মদ সাহাবুদ্দিন এবং তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে FIR দায়ের হয়। ওই বছরই সেপ্টেম্বর মাসে খুনের মামলা রুজু করে সিবিআই। সেই মামলায় অন্যতম সাক্ষী বাদামি দেবী। সেই মামলাতেই নয়া মোড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*