দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ডেটশিট। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে দশম শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা। যা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। পড়ুয়ারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in থেকে সেই পুরো সূচি দেখতে পারবেন।
কবে কবে পরীক্ষা :
১) ৩০ নভেম্বর (মঙ্গলবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – সোশ্যাল সায়েন্স।
২) ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – সায়েন্স।
৩) ৩ ডিসেম্বর (শুক্রবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – হোম সায়েন্স।
৪) ৪ ডিসেম্বর (শনিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ম্যাথেমেটিক্স স্ট্যান্ডার্ড, ম্যাথেমেটিক্স বেসিকস।
৫) ৮ ডিসেম্বর (বুধবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – কম্পিউটার অ্যাপ্লিকেশন।
৬) ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – হিন্দি কোর্স – এ, হিন্দি কোর্স – বি।
৭) ১১ ডিসেম্বর (শনিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ইংরেজি (ল্যাঙ্গুয়েজ এবং লিটেরেচার)।
কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, আপাতত শুধুমাত্র মেজর বিষয়ের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। যে পরীক্ষা হবে ৯০ মিনিট। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট দেওয়া হবে। ‘মাইনর’ বিষয়ের পরীক্ষার সূচি পৃথকভাবে স্কুলগুলিকে দেওয়া হবে। যে পরীক্ষা শুরু হবে ১৭ নভেম্বর থেকে।
Be the first to comment