কালো ধোঁয়ায় ঢাকল সেন্ট্রাল অ্যাভিনিউ! বহুতলে আগুন

Spread the love

অফিস টাইমের ব্যস্ত দিনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে বহুতলে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। বহুতল ভবনটির পাঁচ তলায় আগুন লেগেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা।

সকাল ৯টা ৫৩ নাগাদ প্রথম আগুন দেখা যায় ৪৫, গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের ওই বহুতল ভবনে। সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুন নেভাতে আরও চারটি ইঞ্জিন নিয়ে আসা হয়। দ্রুত আগুন নেভানোর জন্য ইতিমধ্যেই গোটা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুনের তাপে ভবনের পাঁচ তলায় অধিকাংশ কাঁচের জানলা ফেটে গিয়েছে।বড় এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সূত্রের খবর, বহুতলটির পাঁচতলায় রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিস রয়েছে। তাই এই অগ্নিকাণ্ডে বহু সরকারি নথি নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*