কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ, এবারের পঞ্চায়েত ভোটে ২০১৩-র চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে । এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটে প্রতি জেলায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । সেই হিসাবে মঙ্গলবার কেন্দ্রের কাছে ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে।
আদালতের পর্যবেক্ষণ, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে সাধারণত থাকেন ১০০ থেকে ১০৫ জন সদস্য। তাঁদের মধ্যে পরিস্থিতি অনুযায়ী কাজে লাগানো হয় কম-বেশি ৮০ জনকে। সেক্ষেত্রে প্রতি জেলায় মাত্র এই কজন কেন্দ্র বাহিনী কোনও কাজেই লাগবে না। ২০১৩ নির্বাচন হয়েছিল ৫ দফায় , এবারের নির্বাচন এক দফায়।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের রায় মঙ্গলবার বহাল রেখেছে সু্প্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই রাজ্যে ভোট করতে হবে। এর আগে হাই কোর্টও ওই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন।
Be the first to comment