নরেন্দ্র মোদী সরকারের রদবদল? কারা থাকছে নতুন মুখ?

Spread the love

তবে কি আজই নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভার বহু প্রতীক্ষিত রদবদল ও সম্প্রসারণ হতে চলেছে। প্রায় ২০ জনের কাছাকাছি নতুন মন্ত্রী শপথ নিতে পারেন বলে সরকারি সূত্রের খবর। জল্পনা রয়েছে, সেই তালিকায় জায়গা পেতে পারেন বাংলার দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরও। সম্প্রতি অসম, উত্তরাখণ্ডের মতো রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বদল হয়েছে। দুই রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও তীরথ সিংহ রাওয়তকে মন্ত্রিসভায় আনা হতে পারে। সে ক্ষেত্রে ভবিষ্যতে তাঁদের রাজ্যসভায় জিতিয়ে আনা হবে। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী ইতিমধ্যেই রাজ্যসভায় জিতে এসেছেন। কেন্দ্রীয় সরকারে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা হবে।

গত দু’সপ্তাহ ধরেই মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা চলছে। বিজেপির নেতারাও শপথগ্রহণের ডাক পাবার আশায় উন্মুখ হয়ে রয়েছেন। বিজেপি সূত্র বলছে, বুধ বা বৃহস্পতিবারই নতুন মন্ত্রীদের শপথগ্রহণ হতে পারে। এ বিষয়ে মঙ্গলবার, একটি বৈঠক হওয়ার কথা বলে বিজেপি সূত্রে খবর। মূলত উত্তরপ্রদেশের মতো ভোটমুখী রাজ্যগুলির জাতপাতের সমীকরণ মাথায় রেখেই নতুন মুখ বাছাই হবে। উত্তরপ্রদেশ থেকে তিন থেকে চার জন নতুন মন্ত্রী হতে পারেন বলে ইঙ্গিত মিলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*