বার বার ধর্ষণ, মহিলাকে হুমকির অভিযোগ প্রাক্তন বিজেপি নেতার বিরুদ্ধে। গুজরাত বিজেপির এক সময়ের প্রভাবশালী নেতা ও বিধায়ক ছাবলি পটেলকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে শুধু ধর্ষণ নয় মহিলার উলঙ্গ ছবি তোলার অভিযোগও উঠেছে।
অভিযোগ, গত বছর দিল্লির দ্বারকায় মহিলাকে নিজের ফ্ল্যাটে ডেকে ধর্ষণ করে ছাবলি। এক বছর ধরে নির্যাতিতাকে হুমকির মধ্যেই রাখা হয়। মহিলার উলঙ্গ ছবি তুলে তা সোশ্যাল সাইটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় ছাবলি। মহিলা জানাচ্ছেন, “গত এক বছর ধরে অত্যাচার সহ্য করছি। আমার গোপন ছবি ছাবলি পটেলের কাছে রয়েছে। সেই ছবিকে হাতিয়ার করেই আমায় বার বার ধর্ষণ করা হয়েছে।”
এক বছর আগেই ধর্ষণের অভিযোগ দিল্লি পুলিশের কাছে আসে। তবে ছাবলির অপরাধ প্রমাণ করা যায়নি। কারণ, ছাবলির হুমকির মুখে মহিলা ভয়ে চুপ করেছিলেন। নির্যাতিতার বয়ান হাতে পেতেই দেরি করেনি পুলিশ। ১০ নভেম্বর আমেদাবাদে গিয়ে ছাবলি পটেলকে গ্রেফতার করা হয়।
নির্যাতিতা জানাচ্ছেন, বিধবা মহিলাদের জন্য একটি সমাজসেবী সংস্থা তৈরির কথা মহিলাকে জানায় ছাবলি। নির্যাতিতা নিজেই বিধবা ও সমাজকর্মী। ছাবলির প্রস্তাবে রাজি হয়ে যান। আলাপের পরই মহিলাকে দিল্লিতে নিজের ফ্ল্যাটে ডাকে ছাবলি। ফ্ল্যাটেই পানীয় খেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন মহিলা। সেই সুযোগেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।সেই সময়ই মহিলার ছবিও তোলা হয়। ছবির ভয় দেখিয়েই মহিলাকে পরেও অনেকবার ধর্ষণ করে বিজেপির প্রাক্তন ওই নেতা।
২০১৭ সালে দিল্লিতেই বিধবাদের সমাজসেবী সংগঠন তৈরির কথা জানিয়েছিল ছাবলি। তারপরেই বার বার মহিলার উপর চলে নির্যাতন। এরপর দিল্লি থেকে গুজরাতে গা ঢাকা দেয় ওই নেতা। বিজেপি থেকেও তাকে বরখাস্ত করা হয় বলে খবর।অনেকবার ধর্ষণ মামলায় ছাবলির বয়ান নিতে চায় পুলিশ। তবে, ওই দিক থেকে কখনই কোনও উত্তর আসেনি বলে পুলিশের অভিযোগ।
১০ নভেম্বর আমেদাবাদে নিজের আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল ছাবলি বলে খবর আসে। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। মহিলার থেকে ৭ লক্ষ টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে ছাবলির বিরুদ্ধে।
Be the first to comment