সরানো হল স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব চৈতালি চক্রবর্তীকে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- স্যালাইন কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য। ঠিক সেই সময়ই দায়িত্ব থেকে সরানো হল স্বাস্থ্য দফতরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে। বুধবার রাতেই ওই সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবন। ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে।

উল্লেখ্য, স্যালাইন কাণ্ড নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বঙ্গ বিজেপি। বুধবার বিকালে স্বাস্থ্য ভবনের বিশেষ সচিব চৈতালি চক্রবর্তীর সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি বাইরে এসে সাংবাদিকদের জানান, স্বাস্থ্য দফতরের বিশেষ সিনিয়র সচিব তাঁদের প্রশ্নের কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। এরপরই কি তাঁকে সরিয়ে দেওয়া হল এমনটাই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে।
‘ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট’ দফতরের সচিব হিসেবে চৈতালী ওষুধ সংক্রান্ত যাবতীয় বিষয় দেখভাল করতেন। কোন সংস্থার কাছ থেকে ওষুধ কেনা হবে বা সরবরাহ করা হবে, তা নির্ধারণের দায়িত্ব ছিল তাঁর। বিষ স্যালাইন কাণ্ডের পরই প্রশ্নের মুখে পরতে হয় স্বাস্থ্য ভবনের এই সিনিয়র সচিবকে।
যদিও প্রশাসনিক মহলের দাবি, এটা রুটিন চেঞ্জ। এই রদবদল বুধবার নয় সোমবারই রাজ্যের প্রশাসনিক ভবন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিলো। উচ্চ আধিকারিকদের নির্দেশ আসার পরই বুধবার তা কার্যকর হয়। মঙ্গলবার রাতেই শুভাঞ্জনকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*