নিজের কোনও গাড়ি না থাকলেও পাঁচবছরে সাড়ে ৫ কোটি টাকার সম্পত্তি বাড়লো চন্দ্রশেখর রাওয়ের

Spread the love

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের নিজের কোনও গাড়ি নেই। কিন্তু গত পাঁচবছরে তাঁর সম্পত্তি বেড়েছে সাড়ে পাঁচ কোটি টাকার। গত ৪ বছরে তিনি ১৬ একর কৃষিজমি কিনেছেন। আসন্ন বিধানসবা নির্বাচনের মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছে, তাতে এই কথা জানিয়েছেন চন্দ্রশেখর রাও। তাঁর তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির দলীয় প্রতীক চিহ্ন গাড়ি হলেও তাঁর গাড়ি নেই বেল জনিয়েছেন তিনি।

সবমিলিয়ে তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৬১ লাখ টাকার। পাঁচবছর আগে ২০১৪ সালে তা ছিল ১৫ কোটি ৯৫ লাখ। তাঁর দায়ের পরিমাণ বেড়েছে ১ কোটি। পাঁচবছর আগে তাঁর কৃষিজমির পরিমাণ ছিল ৩৭.৭০ একর। এখন তা বেড়ে হয়েছে ৫৪.২৪ একর। তাঁর বিরুদ্ধে তেলেঙ্গানা আন্দোলনের সময়কার ৬৪টি ফৌজদারি অভিযোগ রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*