রোজদিন ডেস্ক:- রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। তা নিয়ে নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। উত্তেজনা ছড়ায় এপারেও।
সেই থেকে ১৬ দিন ধরে জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওকালতনামা সঙ্গে নিয়ে তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে গেলেও জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ করে দিলেন বিচারক। জানালেন, নির্ধারিত ২ জানুয়ারিতেই হবে শুনানি। তাই খালি হাতেই ফিরতে হল বর্ষীয়ান আইনজীবীকে। ফলে ২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলেই কাটাতে হবে চিন্ময় কৃষ্ণকে।
চট্টগ্রাম জেলে বন্দি চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনতে চেয়ে বুধবার জেলা আদালতে সওয়াল করতে পারেননি রবীন্দ্র ঘোষ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নামজাদা আইনজীবী গতকাল ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে হাজির হয়ে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন ২ জানুয়ারির পরিবর্তে ওইদিন শোনার জন্য বিচারকের কাছে আর্জি জানান। বিচারক সাইফুল ইসলাম আর্জি খারিজ করে দেন।
জানা যায়, আদালতের অন্য আইনজীবীরা এজলাসে ঢুকে তুমুল আপত্তি তোলেন সেই সময়। চিন্ময়ের জামিনের আর্জির বিরোধিতা করে স্লোগান দেন। হট্টগোলের মধ্যে আদালতের কাজ পণ্ড হয়ে যায়। বিচারক এজলাস ছেড়ে নিজের চেম্বারে চলে যান। এদিন ফের চট্টগ্রাম আদালতে সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী।
জামিনের আবেদনে বলা হয়, মিথ্যা ও বানানো মামলায় সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তা ছাড়া তিনি ডায়াবেটিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত। নিরাপত্তার কারণে ৩ ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি। পালটা সরকারি আইনজীবী জানান, চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদনকারী আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনও ওকালতনামা জমা দেননি। তা ছাড়া চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মাও হাজির নেই। মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি তিনি। এরপরই, আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন খারিজ করে দেয়। এরফলে ২ জানুয়ারিই হবে চিন্ময় কৃষ্ণর জামিন মামলার শুনানি।
Be the first to comment