লোকালয়ে চিতার হানা! গুরুতর জখম ৩ নাবালক

Spread the love

ফের লোকালয়ে চিতার হানা। রবিবার রাতে আলিপুরদুয়ারের চা বাগান সংলগ্ন বস্তি এলাকায় চিতাবাঘ ঢুকে ঝাঁপিয়ে পড়ে উঠোনে বসে থাকা তিনটি নাবালকের উপর। কিন্তু বেশ কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর পালিয়ে যায় বাঘমামা। যদিও এর জেরে গুরুতর আহত হয় তারা। আপাতত তাদের স্থানীয় মেডিকাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা দওগাঁও বস্তি এলাকায়।জানা গেছে, ঘটনাটির সময় বাড়িতে ছিলেন না পেশায় চা শ্রমিক শান্তি ওঁরাও। সেইসময় উঠোনে খেলা করছিল তাঁদের তিন সন্তান । আচমকাই ৭ বছর ১০ বছর এবং ১২ বছরের তিন বালক দেখে চোখের সামনে মূর্তিমান বিভীষিকা। একসাথে ৩ জনের উপরেই ঝাঁপিয়ে পড়ে সেই চিতা বাঘ। বেশ কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর পালিয়ে যায় চিতাবাঘটি।
এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত, প্রায় একই রকম কায়দায় গত সপ্তাহেই সোমবার মাদারিহাটের একটি চা বাগান সংলগ্ন বস্তি থেকে একটি ৭ বছরের শিশুকে ধরে নিয়ে গিয়েছিল চিতা বাঘ। এবারও যদি ৩ জনের জায়গায় একা থাকত কোনও শিশু তবে এমনটাই হতে পারত বলছেন স্থানীয়রা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*