মহাকুম্ভে দেড় লাখেরও বেশি তাঁবুর ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– মহাকুম্ভের বিরল মুহূর্ত দেখার জন্য দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হন। পবিত্র পুরুষ ও ভক্তদের স্নানের জন্য সমস্ত ব্যবস্থা করার জন্য সকলে প্রস্তুতি নেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পবিত্র ব্যক্তিদের অভ্যর্থনা জানাতে এবং ভক্তদের শ্রদ্ধা জানাতে সরকার এবং ন্যায্য কর্তৃপক্ষের স্তরে ফুল বর্ষণের ব্যবস্থা করা হবে।

প্রয়াগরাজ ফেয়ার অথরিটির আই ট্রিপল সি সম্মেলন কক্ষে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “বন্ধুগণ, আজ বছরের শেষ দিন। আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি থেকে নতুন বছর শুরু হবে। মহাকুম্ভ উপলক্ষে মেলার স্থান পরিদর্শনে এসেছি এবং অগ্রগতি পর্যালোচনা করেছি।”
আমার দায়িত্ব মহাকুম্ভের প্রস্তুতি সম্পর্কে জানানো আমার দায়িত্ব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়াগরাজ শহরের রূপান্তরের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। শহরের ২০০টি রাস্তার কাজ শেষ হয়েছে। দুই লেনের রাস্তা চার লেন এবং চার লেনের রাস্তা ছয় লেনে পরিণত হয়েছে। ১৪টি ফ্লাইওভার বা ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে।

পার্কিং ব্যবস্থা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৩টি ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন হয়েছে। রেল স্টেশন এবং বাইরের হোল্ডিং এলাকাগুলি প্রস্তুত করা হয়েছে। স্টেশনের ভেতরে এবং বাইরে ব্যবস্থা করা হয়েছে। ন্যায্য কর্তৃপক্ষ ৫,০০০ একর এলাকা জুড়ে সঙ্গম থেকে ২-৫ কিলোমিটার দূরত্বে পার্কিং স্থান চিহ্নিত করে সেগুলো সক্রিয় করেছে। পার্কিং এলাকায় চেকপয়েন্টও থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*