রিপোর্টার- সুভাষ মজুমদার
তারকেশ্বর থানার উদ্দ্যোগে শিশু দিবস পালিত হলো সমারোহে। এদিন এলাকার বেশ কিছু শিশুদের থানার মধ্যে চকোলেট, পেন, পেন্সিল এবং নতুন জামাকাপড় দেওয়া হয়। যার বিশেষ উদ্যোগ নেন তারকেশ্বর থানার ওসি অমিত কুমার মিত্র।
এছাড়াও এলাকার বেশ কিছু শিশুদের নিয়ে সেভ ড্রাইভ সেফ লাইফের উপর ড্রইং কম্পিটিশনও হয়। সেখানে ৭৫ জন শিশু এই কম্পিটিশনে অংশগ্রহন করে।
Be the first to comment