
রোজদিন ডেস্ক, কলকাতা:- নিজের পাঁচ বছরের মেয়েকে বাবার কাছে রেখে বাজারে গিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন, বাড়িতে প্রতিবেশীদের ভিড়। কী হয়েছে, জিজ্ঞাসা করায় পড়শিরা জানান, চিৎকার শুনে তাঁরা ছুটে এসেছেন। এর পর দৌড়ে ঘরে গিয়ে মহিলা দেখলেন, মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। রক্তও লেগে শরীরের নিম্নাঙ্গে!শুক্রবার নবদ্বীপ থানা এলাকার ওই ঘটনায় নিজের বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ তুলেছেন শিশুটির মা।
এর পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে শিশুটিকে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, ”অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে।”
শিশুটির মায়ের অভিযোগ, শুক্রবার মেয়েকে নিজের বাবার কাছে রেখে বাজারে গিয়েছিলেন ওই মহিলা। বাড়িতে তখন কেউ ছিল না। সেই সুযোগেই বাবা মত্ত অবস্থায় তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওই মহিলার। তিনি পুলিশকে জানিয়েছেন, মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসেছিলেন। তার পর সকলে মিলে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।পুলিশ সূত্রে খবর, থানা অভিযোগ দায়ের হওয়ার পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
Be the first to comment