চীনে ভ্যান গাড়ির ধাক্কায় আহত হয়েছে কমপক্ষে ১৮ জন পথচারী। একটি জ্বলন্ত গাড়ি রাস্তার পাশের ফুটপাতে উঠে গেলে আহত হন তারা। শুক্রবার রাত্রে সাংহাইয়ের ব্যস্ততম নানজিং স্ট্রিটে একটি ক্যাফেটারিয়ার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যার মধ্যে আছে গাড়িটির ড্রাইভারও। সূত্র থেকে জানা যায়, পথচারীদের আহত করার আগে আগুন ধরে গিয়েছিলো গাড়িটিতে। ড্রাইভারের সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়। অসাবধানতাবশত আগুন ধরার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৪০ বছর বয়সী ড্রাইভার চেন হু। এর ফলে ফুটপাতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেন তিনি। ড্রাইভার চেন সাংহাই মেটাল কোম্পানীতে কাজ করেন এবং তঁর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। ধারণা করা হচ্ছে ড্রাইভার তার গাড়ির মধ্যে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বহন করছিলেন। গাড়ির সেই গ্যাস সিলিন্ডার থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। রাত ৯টার দিকে যখন এই দুর্ঘটনা ঘটে, ওই এলাকাটিতে ক্রেতা ও পথচারীতে পরিপূর্ণ ছিল। পথচারীদের ধাক্কা দেয়ার সময় গাড়ির মধ্যে ৬ জন আরোহী ছিলেন।
Be the first to comment