রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের একবার কৌশল করে পাকিস্তানি জঙ্গি তথা জইশ ই মহম্মদ গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা বাতিল করে দিয়েছে চিন। সব দেশের বিরুদ্ধে গিয়ে এই পদক্ষেপ করেছে চিন। যা নিয়ে ভারতে তো বটেই সারা বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়েছে। একইসঙ্গে আরও বেশি করে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। চিন রাষ্ট্রপুঞ্জে আনা দাবিতে টেকনিক্যাল হোল্ড এনেছে। বলেছে, এই বিষয়ে আরও গভীর পর্যবেক্ষণ প্রয়োজন।
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাউকে বা কোনও সংস্থাকে জঙ্গি ঘোষণা করতে হলে কী করতে হবে তার সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে। তাই চিনের এই বিষয়ে মতামত দিতে চিনের আরও সময় প্রয়োজন। তাই বাধা দেওয়া হয়েছে।
Be the first to comment