কেঁপে উঠল চিন! ভূমিকম্পে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, আহত অন্তত ১০

Spread the love

রবিবার কাকভোরে আচমকাই কেঁপে উঠল চিনের বিস্তীর্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত ১০ জন। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
‘চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার’ সূত্রে খবর, রাজধানী বেজিং থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ডেজহোউ সিটিতে কাকভোরে কম্পন অনুভূত হতে শুরু করে। ‘চায়না সেন্ট্রাল টেলিভিশন’ (সিসিটিভি)-এর দাবি এই ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে অন্তত ৭৪টি বড়ি।
চিনের একটি সংবাদমাধ্যম তরফে খবর, ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। তার আগেই একের পর এক বাড়ি ভেঙে পড়ে। দেওয়াল থেকে খুলে বেরিয়ে আসতে শুরু করে ইট। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ার পর কম্পন কমে। তার পরেই প্রশাসনের তরফ থেকে রাস্তার অবস্থা এবং রেল লাইনের অবস্থা যাচাই করা শুরু হয়। ডেজহোউ সিটিতে ৫৬ লক্ষ মানুষ বসবাস করেন। শহরের সর্বত্রই কম্পন অনুভূত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*