আবার বন্ধ হয়ে গেলো রাজস্থানের চিতোরগড় দুর্গ। গতকাল দুর্গ কর্তৃপক্ষ জানিয়েছেন, গত রাতে ফের করণী সেনার সমর্থকরা জোর করে দুর্গে ঢোকার চেষ্টা করে। যার জেরে এদিন সকাল থেকে দুর্গ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন দুর্গের কর্তৃপক্ষ। নভেম্বরের মাঝামাঝি ‘পদ্মাবত’ নিয়ে বিক্ষোভের সময় দুর্গ ফটক পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছিল করণী সেনার সমর্থকরা। চিতোরগড়ের ইতিহাসে সেটাই প্রথম বন্ধ হওয়ার ঘটনা। রাজপুত রানী পদ্মিনী এই চিতোরগড়ের দুর্গে থাকতেন বলে দাবি স্থানীয়দের। কথিত আছে, এই দুর্গেই জহরব্রত পালণ করে পদ্মিনী প্রাণ দিয়েছিলেন। করণী সেনা কদিন ধরেই হুমকি দিয়ে আসছে সঞ্জয় লীলা বনশালীর এই ছবি মুক্তি পেলে চিতোরগড়ের দু’হাজার মহিলা আগুনে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দেবেন। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি দুর্গের কর্তৃপক্ষ।
চিত্রগ্রাহকঃ প্রশান্ত দাস
Be the first to comment