অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেংকারিতে অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মাইকেল নিখোঁজ। ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান ওই হেলিকপ্টার কেনার সময় মিডলম্যান ছিলেন। তিনি ওই হেলিকপ্টার কেনানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানি থেকে ভারতের কয়েকজন ভিআইপিকে ঘুষ দেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ।
গতবছর সংযুক্ত আরব আমিরশাহিতে ক্রিশ্চিয়ান গ্রেফতার হন। পরে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তাঁকে অনেক দিন ধরেই ভারতে আনার চেষ্টা হচ্ছিল। সম্প্রতি দুবাইয়ের এক আদালত তাঁকে বন্দি করে ভারতে পাঠানোর নির্দেশ দেয়। তার কয়েক ঘন্টা পরেই ক্রিশ্চিয়ান নিখোঁজ হয়ে যান। তাঁর উকিল আমল আলসুবেই জানিয়েছেন, পুলিশ তাঁকে দেখলেই গ্রেফতার করবে। গ্রেফতারি এড়াতে তিনি সম্ভবত সুপ্রিম কোর্টে আবেদন করতে চান।
কেন্দ্রে ইউপিএ আমলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আরও কয়েকজন ভিআইপি-র জন্য ইতালির ফিনমেকানিকা কোম্পানির ১২ টি হেলিকপ্টার কেনার কথা হয়। সেই বিলাসবহুল হেলিকপ্টারগুলির নাম ছিল অগুস্তা ওয়েস্টল্যান্ড। ২০১৪ সালে হেলিকপ্টার কেনার কন্ট্রাক্ট বাতিল করা হয়। কেননা অভিযোগ উঠেছিল, ওই হেলিকপ্টার কেনানোর জন্য ইতালির কোম্পানিটি ভারতে অনেক ভিভিআইপিকে ঘুষ দিয়েছে।
গত জুলাই মাসে ক্রিশ্চিয়ানের উকিল অভিযোগ করেন, তাঁর মক্কেলকে চাপ দেওয়া হচ্ছে, তাঁকে বলতে হবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কিকব্যাক পেয়েছেন।
Be the first to comment