রোজদিন ডেস্ক :- সম্প্রতি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা গেল তার বাস্তব রূপ। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডিতে আমূল পরিবর্তন আনা হল। জানা গিয়েছে, ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডির প্রধানকে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধু রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান নয়, সিআইডির আরও অনেক পদের পরিবর্তন করা হয়েছে। এর আগে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্বে থাকা আইপিএস মুরলীধর শর্মাকেও সরিয়ে দেওয়া হয়েছিল।
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আজ জানা যায় যে, সরিয়ে দেওয়া হয়েছে এডিজি সিআইডি আর রাজশেখরণকে। কিন্তু তাঁর জায়গায় কে নতুন এডিজি সিআইডি হচ্ছেন? বর্তমানে রাজ্য পুলিশের ডিজি রয়েছেন রাজীব কুমার। আইপিএস মহলের দাবি, রাজীব কুমারের সঙ্গে সমন্বয় সাধন করে চলবেন এবং রাজ্য পুলিশের রাশ শক্ত হাতে ধরবেন এমন এক এডিজি পদের আইপিএসকে আনা হচ্ছে রাজ্য পুলিশের সিআইডি প্রধান করে। তবে তিনি কে? সেটা এখনও স্পষ্ট নয়। সেই অর্ডার এখনও পর্যন্ত নবান্ন থেকে বেরোয়নি।
আর রাজশেখরণকে সিআইডি প্রধান থেকে পাঠানো হল এডিজি ট্রেনিং পদে। সেটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদ। এর আগে, রাজ্য পুলিশে ট্রেনিং পদে ছিলেন আইপিএস দময়ন্তী সেন। এবার সেই দময়ন্তী সেনের জায়গায় আনা হল রাজ্য পুলিশের সিআইডির প্রধানকে। পরিবর্তে দময়ন্তী সেনকে আনা হল এডিজি পলিসিতে।
সিআইডির পাশাপাশি রাজ্য পুলিশেও একাধিক পদের পরিবর্তন আনা হয়েছে। আইপিএস আর শিবকুমারকে করা হয়েছে এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এতদিন তিনি ছিলেন রাজ্য পুলিশের এডিজি পলিসি পদে। আইপিএস রাজীব মিশ্র ছিলেন এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। তাঁকে সেখান থেকে সরিয়ে পাঠানো হল আইজি এডিজি অর্গানাইজেশন এবং মর্ডানাইজেশন কোয়ার্ডিনেটর পদে।
Be the first to comment