কাঁথি সমবায় ব্যাংকের ভোট গ্রহনকে কেন্দ্র করে হাতাহাতি, অবরোধ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক :- কাঁথি সমবায় ব্যাংকের ভোট গ্রহনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে এলাকায়। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন শুরু হলেও শেষবেলাতে অশান্তি শুরু হয়ে গেল কাঁথি সমবায় ব্যাংকের ভোটে। হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল এবং বিজেপি। বিজেপির অভিযোগ, ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল। প্রতিবাদ করলেই তাদের কর্মীদের মারধর করা হচ্ছে। এই অভিযোগে ভোট বয়কটের দাবিতে পথ অবরোধ শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তায় রামনগর কলেজে শুরু হয়েছে কাঁথি সমবায় ব্যাংকের ভোট গ্রহন। সকাল থেকেই আঁটসাঁট নিরাপত্তার মধ্যে দিয়ে এই কেন্দ্রে ভোটগ্রহন চলছে। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কর্মীদের ভোটগ্রহন কেন্দ্রে বাধা দেওয়ার পাশাপাশি হাত থেকে ভোটার স্লিপ, ভোটার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলেই তাদের মারধর করছেন তৃণমূলের কর্মীরা। সবটাই ঘটছে পুলিশের সামনে। প্রতিবাদে বুথে যাওয়ার রাস্তায় অবরোধ শুরু করেন বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা তপন মাইতির দাবি, ‘‘প্রশাসন সবার ভোট দেওয়া নিশ্চিত করলে তবেই আমরা অবস্থান সরাব।’’
এই অবরোধের ঘটনায় রামনগর বুথ কেন্দ্রের অদূরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামনগর থানার পুলিশ। পুলিশের তরফে ভোটারদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ রামনগরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। অখিলের দাবি, “রামনগরে কোনও অশান্তির খবর নেই। ভোট বানচাল করার জন্য বিজেপি মিথ্যে অভিযোগ তুলে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করতে চাইছি।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*