![6](https://www.rojdin.in/wp-content/uploads/2017/12/6-1.jpg)
আজ উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার সার্কাস ময়দানে প্রশাসনিক সভায় উত্তর ২৪ পরগনা জেলার সার্বিক উন্নয়নকল্পে একগুচ্ছ সরকারী প্রকল্পের শুভ শিলান্যাস, উদ্বোধন ও উপভোক্তাদের পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোট ১১৭ টি প্রকল্পের শিলান্যাস করলেন যার অর্থমূল্য ৭৫৭.৫১ কোটি টাকা। পাশাপাশি শুভ উদ্বোধন করলেন মোট ৬৮ টি প্রকল্পের। যার অর্থমূল্য ৯০৭.৭৩ কোটি টাকা। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর পাশে মুকুল পুত্র শুভ্রাংশু রায় ছিলেন। এদিন তাঁকে প্রশ্ন করা হলে তিনি বাবার পথে(বিজেপিতে) হাঁটবেন কিনা, উত্তরে তিনি বলেন কোনও প্রশ্নই ওঠে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাড়োয়ার প্রশাসনিক সভায় বললেন –
আমি প্রত্যন্ত জায়গাগুলিতে যাবার চেষ্টা করি এবং আরো যাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি বসিরহাটকে একটা নতুন জেলা হিসাবে তৈরী করা হবে। তার জন্য কিছু সময় লাগবে।
আপনারা সবাই ভালো করে নবি দিবস পালন করুন। বিজেপি বললেই কি আমরা সংখ্যালঘুদের বাদ দিয়ে দেবো? আমাদের রাজ্যে ৩১% সংখ্যালঘু মানুষ আছে। আমি বিজেপি না যে গুজরাটে দলিতদের মারবো। সবাইকে নিয়ে চলতে হবে। সবাই কে নিয়েই আমাদের বাঁচতে হবে।
নির্বাচনের সময় হিন্দু মুসলিমের কথা বলছে বিজেপি কিন্তু ভোট মিটলে হিন্দু মুসলিমের জিগির তুলছে বিজেপি। এটা ভোট ব্যাঙ্ক এর রাজনীতি করছে তারা।
ধর্মকে ছোট করা বিজেপির কাজ। আমি মনিষীদের কথা শুনবো, আমি দেশের কয়েকজন দাঙ্গাবাজদের কথা শুনবো না।
রিপোর্টার- রফিক জমাদার
![](https://www.rojdin.in/wp-content/uploads/2017/12/1-2-800x450.jpg)
![](https://www.rojdin.in/wp-content/uploads/2017/12/3-2-800x450.jpg)
![](https://www.rojdin.in/wp-content/uploads/2017/12/4-3-800x450.jpg)
![](https://www.rojdin.in/wp-content/uploads/2017/12/5-1-800x450.jpg)
![](https://www.rojdin.in/wp-content/uploads/2017/12/7-1-800x450.jpg)
Be the first to comment