আজ পশ্চিম বর্ধমানের কাঁকসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০০০ মানুষের কাছে সরকারী পরিষেবা তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন। নতুন জেলা হওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমানে এসে সরকারী পরিষেবা প্রদান করেন।
রাজস্থানে বাংলার কর্মীকে নৃশংসভাবে হত্যার জন্য এদিনও তিনি সরব হলেন কাঁকসার পরিষেবা মঞ্চে। তিনি বলেন, রাজস্থানে পুড়িয়ে দেওয়া হলো, জানতে চাই না হিন্দু না মুসলিম। এটা বড় যে এটা মানুষের প্রাণ। মানুষ মেরে তার পর দেখবো সে হিন্দু না মুসলিম? বিজেপ যেটা বলছে সেটা কালচার নয়। আমরা পলিটিক্যালি অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে লড়বো। ওরা বাজে কথা বললে আমরা বলবো না।
জীবন্ত একজনকে পুড়িয়ে মারা, একজন দলিতকে পুড়িয়ে মারা হলো। কাজ করতে গিয়ে পুড়িয়ে দেওয়া, ব্লেম দেওয়া হলো বাংলার ছেলেরা বাইরে যাবে কেনো। বাইরের যদি কেউ বাংলায় আসে তো এরা যাবে না কেন? আমরা কেউ আহাম্মক নই। এখানে যারা বাইরে থেকে আসে। মোটা ভাত মোটা কাপড় দেওয়ার ক্ষমতা তাদের আছে। যদি কেউ চলে আসে কিছু করতে না পারি ৫০০০০ টাকা দিয়ে চায়ের দোকান করার ব্যবস্থা করে দেবো। বিজেপির জ্ঞান নেই জ্ঞান পাপি। বাংলাকে জানে না চেনে না। বাংলার মাটিতে ভাগাভাগি খেলা চলবে না। যদি হয় তাড়িয়ে দিন। বাংলার মানুষ মানবে না।
কাঁকসার সভা থেকে অনুব্রত (কেষ্ট)কে সংযত হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিনি জানান, মা মাটি মানুষ একার সরকার নয়। সবার জন্যে। আমাদের রাজ্যে কেউ ভিক্ষে করবে না। হাত পাতবে না। দেনা শোধ করে এতো সামাজিক কর্মসূচী করি, আরো করবো।
ডেমোনিটাইসেশনের সময় যাদের কাজ চলে গেছিলো তাদের ৫০০০০ টাকা করে দেওয়া হয়। এখানে অনেকে কাজ করেন। তাদের আমি বাইরের কেউ মনে করি না। আমাদেরই একজন মনে করি।
Be the first to comment