কৃষ্ণনগর গভ: কলেজ ময়দানে সরকারী সভায় কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Spread the love

কৃষ্ণনগর গভ: কলেজ ময়দানে সরকারী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। পাশাপাশি, একাধিক পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এইদিন নোটবন্দী থেকে শুরু করে জিএসটিকে কেন্দ্র করে বিজেপিকে কড়া আক্রমণ করেন তিনি।

তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এসে সব থেকে বেশি কৃষক আত্মহত্যা করেছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা উন্নয়ন কিভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছে। “দেখো শেখো শিক্ষা নাও” কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে।

সিপিএমের করে যাওয়া দেনা দিল্লী কেটে নিয়ে যায় আমাদের থেকে। আবার বড় বড় কথা ওদের। আমরা এরপরও সরকারী কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের ১ তারিখেই বেতন দিই।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন সরকার কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ ‘সকল সরকারের থেকে সেরা আমাদের এই বঙ্গভূমি।’

কারোর কথায় ভুল বুঝবেন না। সিপিএম, এসইউসিআইএর কথা শুনবেন না। ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে। ওরাতো ৩৪ বছর ক্ষমতায় ছিল। কি করেছে তখন। এখন বড় বড় কথা বলছে।

আপনাদের আমি বলব আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিটা আসনে, জেলা পরিষদের আসনে আপনাদের জিততে হবে। কারণ অন্য কেউ এলে বাকি কাজ গুলো আর করবে না।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*