পাহাড় শান্তিতে থাকুক, উন্নয়নের জোয়ার আসুক পাহাড়ে: মুখ্যমন্ত্রী
রোহিণীতে সুভাষ ঘিসিং-এর নামে একটি রাস্তার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার নাম দেওয়া হয়েছে ‘সুভাষ ঘিসিং মার্গ’। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। পাহাড় আমাদের গর্ব। আপানারা একসঙ্গে মিলেমিশে থাকবেন, তাহলেই শান্তি বজায় থাকবে। এদিন মুখ্যমন্ত্রী পাহাড়বাসীর উদ্দেশ্যে আরও বলেন, “আমি উন্নয়ন চাই। আমি তার ভাগ চাইব না। আমি শুধু এটা চাইব আপনারা পাহাড় শান্তিতে রাখুন, উন্নয়নে সামিল হন। আমি আর কিছু চাই না।”
মুখ্যমন্ত্রীকে এদিন সংবর্ধনা জানান জিটিএ প্রধান বিনয় তামাং। এদিন এই নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ ঘিসিং-এর ছেলে মন ঘিসিং, জিটিএ প্রধান বিনয় তামাং সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনও।
এদিন বিনয় তামাং বলেন, “সুভাষ ঘিসিং আমার রাজনৈতিক “গুরু”।
এদিন মুখ্যমন্ত্রী রোহিণীর অনুষ্ঠান সেরে দার্জিলিং-এর উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বেশ কিছু কর্মসূচী রয়েছে তাঁর।
Be the first to comment