পুরুলিয়ার ঝালদায় কোটশিলা সভায় বিরোধী কুৎসাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, কোথায় ছিলেন যখন পুরুলিয়া জেলা মাওবাদিদের দখলে ছিল। আমাদের ছেলে-মেয়েদের মাওবাদি তকমা দেওয়া হয়েছিল। রক্তের খেলা চলতো এখানে। কেউ আসতো না। মানুষের চোখে মুখে ভয়ের ছাপ ছিলো। মা-বোনেরা ভয়ে কাঁপতো। আজ এই পুরুলিয়া জেলা আমাদের গর্ব। পুরুলিয়া বাঁকুড়ায় বহু মানুষ বেড়াতে আসছেন। এখানে সৈনিক স্কুল, রামকৃষ্ণ মিশন স্কুল আছে। এগুলি যেমন এখনাকার গর্ব তেমনি এখানকার পর্যটণও অনেক গর্ব। অনেক কটেজ হয়েছে। হোম-ট্যুরিজম করেছে স্থানীয় মানুষেরা। আমি দু-এক মাস পরে আবার আসবো। অযোধ্যা দেখতে, বান্দোয়ান দেখতে, বাঘমুন্ডি দেখতে।
Be the first to comment