আজ বিকালেই নৈহাটি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে নৈহাটি স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে সেখান থেকেই নৈহাটি পুরসভার গেটে তৈরি করা সভামঞ্চে যাবেন তিনি। রাজনৈতিক হিংসায় ঘরছাড়া পরিবারগুলির পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।
লোকসভা নির্বাচনে টানাটান উত্তেজনায় কাটার পর। ফলপ্রকাশের দিন থেকেই শুরু হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বহিষ্কৃত নেতা অর্জুন সিংহ জয়ী হবার পর থেকেই এই আক্রমণ শুরু হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর এমনটাই অভিযোগ উঠে এসেছে। জানা গেছে শুধুমাত্র ভাটপাড়া বিধানসভা কেন্দ্রেই ৫০০ তৃণমূল পরিবার ঘরছাড়া। তার বিরুদ্ধে প্রতিবাদই আজ নৈহাটি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে সেখানে আজ থেকে ধর্ণা শুরু করবেন তিনি।
এই প্রসঙ্গেই কি বললেন ফিরহাদ হাকিম?
শুনুন!
Be the first to comment