বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার উপর স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে ১ জুন গন্ধেশ্বরী নদীর চরে মুখ্যমন্ত্রীর জনসভা করতে আর কোনও বাধা রইল না। যেখানে সভা হওয়ার কথা সেখানে নদীর পারের মাটি কেটে জায়গা চওড়া করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হবে বলে পরিবেশপ্রেমীরা মামলা করেন। মামলাকারীদের অভিযোগ, কাঁচা মাটিতে বাঁশের স্ট্রাকচার করলে নদীর ক্ষতি হবে।
সোমবার শুনানিতে বিজেপির আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় জানান, বেআইনিভাবে ওই জমিতে মুখ্যমন্ত্রীর সভা করা হচ্ছে। বাঁশের স্ট্রাকচার করা হচ্ছে। আদালত বলে, সেখানে স্থায়ী কাঠামো করা হচ্ছে না। সরকারি আইনজীবী অনির্বাণ রায় বলেন, যেখানে সভা হচ্ছে ,সেটি ব্যক্তিগত মালিকানাধীন জমি। তাছাড়া নদীর পারের সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে। তাঁর আরও দাবি, নদী এখন শুকিয়ে গিয়েছে। মঞ্চ করার ব্যাপারে প্রশাসনেরও অনুমতি নেওয়া হয়েছে। বিরোধীরা রাজনৈতিক উদ্দেশে এই মামলা করেছে। মামলার কোনও গ্রহণ যোগ্যতা নেই। বিজেপির আইনজীবী মুখ্যমন্ত্রী সভার উপর স্থগিতাদেশ চেয়েছিলেন। আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
Be the first to comment