ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তে কাল রাজ্যে আসছে মানবাধিকার কমিশন

Spread the love

ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তে 6 জুলাই রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশন এর একটি দল ৷ এই দলের নেতৃত্ব দেবেন জাতীয় সংখ্যালঘু কমিশন-এর ভাইস-চেয়ারম্যান আতিফ রশিদ ৷ তিনি মালদা, মুর্শিদাবাদ পরিদর্শনে যাবেন ৷ পশ্চিমবঙ্গে ৬-৯ জুলাই পর্যন্ত তিন দিনের সফরে আসবে এই বিশেষ দলটি ৷

রশিদ বলেন, “আমি মঙ্গলবার থেকে শুক্রবার অবধি পশ্চিমবঙ্গে থাকব ৷ ভোট-পরবর্তী হিংসাত্মক ঘটনার বিষয়ে জানতে মালদা আর মুর্শিদাবাদে যাব ৷” এর আগে ২৯ জুন তিনি জাতীয় মানবাধিকার কমিশনের একটি দলের সঙ্গে একই কারণে রাজ্যে এসেছিলেন ৷ সে সময় তিনি অভিযোগ করেন যে, তাঁকে যাদবপুর অঞ্চলে আক্রমণ করা হয়েছে ৷

২১ জুন পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসাত্মক ঘটনার তদন্তে এনএইচআরসি (NHRC)-র চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র একটি কমিটি তৈরি করেন ৷ তার নেতৃত্ব দেন গোয়ন্দা দফতরের প্রাক্তন প্রধান রাজীন জৈন ৷ এনএইচআরসি আধিকারিকেরা জানিয়েছেন, ক্যালকাটা হাইকোর্টের আদেশে এই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে ৷ এনএইচআরসি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আক্রমণাত্মক ঘটনার অভিযোগ পেয়েছে ৷ সেই অভিযোগগুলির তদন্ত করবে এনএইচআরসি ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চার সদস্য়ের একটি দলও পরিস্থিতি দেখতে রাজ্যে এসেছিল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*