দায়িত্ব নিয়েই বড়সড় চমক দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর হাত ধরে কংগ্রেসে এলেন উত্তর প্রদেশের দুই রাজনীতিবিদ। যাদের মধ্যে একজন আবার বর্তমান সাংসদ। অপরজন লোকসভার প্রাক্তন সদস্য। কংগ্রেসের সঙ্গে হাতে হাত মেলালেন সাংসদ সাবিত্রী বাই ফুলে। যিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাহরাইচ বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন। অন্যদিকে সাবিত্রীদেবীর সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ রাকেশ সাচন। যিনি ২০০৯ সালের লোকসভা ভোটে সমাজবাদী পার্টির টিকিটে ফতেপুর কেন্দ্র জিতে সাংসদের নিম্নকক্ষের সদস্য হয়েছিলেন।
শনিবার দুজনেই কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। দু’জনকে দলে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং পশ্চিম উত্তর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নয়াদিল্লির কংগ্রেসের সদর দফতরে হয় এই দলবদল।
Be the first to comment