দিল্লিতেও চূড়ান্ত আপ-কংগ্রেসের আসন বণ্টন

Spread the love

আরও একটি জট কাটল ইন্ডিয়া জোটের। এবার দিল্লিতেও চূড়ান্ত হয়ে গেল আসন ভাগাভাগি। না না করেও, শেষ অবধি কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করতে রাজি হল আম আদমি পার্টি। জানা গিয়েছে, দিল্লিতে সাতটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দেবে আম আদমি পার্টি। তিনটি লোকসভা আসনে প্রার্থী দেবে কংগ্রেস। এ দিন কংগ্রেস সাংসদ মুকুল ওয়াসনিক এই ঘোষণা করেন।

শনিবার আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতেই, কংগ্রেসের তরফে জানানো হয়, আম আদমি পার্টি নয়া দিল্লি, দিল্লি দক্ষিণ, দিল্লি পশ্চিম ও পূর্ব দিল্লিতে প্রার্থী দেবে। কংগ্রেস প্রার্থী দেবে চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লিতে।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটে যখন আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তখন কেজরীওয়ালের দল একটি মাত্র আসন কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছিল। সেই প্রস্তাব মানতে নারাজ হয়, ফলে আলোচনা বন্ধ হয়ে যায়। তবে বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজ্য়ে বিরোধী দলগুলির সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা শুরু করেছে কংগ্রেস। সম্প্রতিই উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত হয়েছে কংগ্রেসের। বাংলা নিয়েও কথা চলছে।

জানা গিয়েছে, হরিয়ানাতেও একটি আসনে প্রার্থী দেবে আম আদমি পার্টি। গুজরাটে দুই আসনে প্রার্থী দেবে আপ। তবে এবার গোয়ায় কোনও প্রার্থী দেবে না কেজরীওয়ালের দল। সম্প্রতিই তারা জানিয়েছিল, দক্ষিণ গোয়ায় আপের প্রার্থী দাঁড় করানো হবে, তবে শুক্রবারই সেই সিদ্ধান্ত বদল করা হয়। পঞ্জাবে ১৪টি আসনেই এবং চণ্ডীগঢ়ে একা লড়াই করার ঘোষণা আগেই করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*