ফরাক্কা ব্যারেজের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার দাবিতে কংগ্রেসের পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিদের একটি পদস্থ দল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করলেন। ওই প্রতিনিধি দল স্পষ্ট ভাষায় অভিযোগ করে মন্ত্রীকে জানিয়েছেন, ফরাক্কা ব্যারেজের কাজ অত্যন্ত ধীরগতিতে হওয়ায় বাণিজ্যকভাবে এরাজ্যের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। সামগ্রিকভাবে বাজার অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জনজীবনে তার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে। বিঘ্নিত হচ্ছে সড়ক পরিবহণের স্বাভাবিক গতিও।
এছাড়াও প্রতিনিধিদল মন্ত্রীকে আরও জানায় যে বৈদেশিক বাণিজ্য ও ক্ষতিগ্রস্থ হচ্ছে। কারণ কাছেই ভারত বাংলাদেশ স্থল বাণিজ্য কেন্দ্র আছে। ওই প্রতিনিধি দল মন্ত্রীর কাছে কোনও পর্যবেক্ষক দল পাঠিয়ে বিষয়ের বাস্তবতা সরেজমিনে দেখে যাওয়ার দাবিও রাখে। প্রতিনিধি দলে ছিলেন পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের চার সাংসদ (আবু হাসেম খান চৌধুরী, অধীররঞ্জন চৌধুরী, মৌসম বেনজির নূর, অভিজিৎ মুখার্জী) ও রাজ্যসভা সদস্য প্রদীপ ভট্টাচার্য এবং ফরাক্কার বিধায়ক মাইনুল হক।
Be the first to comment