রোজদিন ডেস্ক :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সংসদে বলেছিলেন, ‘এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’ শায়ের এই মন্তব্য নিয়ে বুধবার সকালে ফুঁসে উঠলেন কংগ্রেস সাংসদেরা। সংসদের বাইরে বি আর আম্বেদকরের ছবি হাতে তুমুল বিক্ষোভে শামিল হলেন সাংসদেরা। তাঁদের দাবি আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে।
এদিন সংসদের দুই কক্ষেই অমিত শায়ের মন্তব্য নিয়ে তুমুল হইচই শুরু করেন কংগ্রেস সাংসদেরা। অবিলম্বে অমিত শাকে ক্ষমা চাইতে বলেন সাংসদেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিতও হয়ে যায়। অধিবেশন মুলতুবি হলেও দমে যাননি কংগ্রসে সাংসদেরা। সংসদের বাইরে বেরিয়ে আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান এবং ‘জয় ভীম’ স্লোগানে মুখরিত হয় সংসদ চত্বর।
অন্যদিকে, কংগ্রেসের এই বিক্ষোভ ভালো চোখে দেখেনি গেরুয়া শিবির। তীব্র নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কিরেন রিজেজুর বলেন, ‘শা স্পষ্টই তাঁর বক্তৃতায় অম্বেডকরের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। কংগ্রেস শুধু তাঁর বক্তব্যের কিছু অংশ কেটে ছড়াচ্ছে। এত বছর ধরে কংগ্রেস আম্বেদকরকে ‘ভারতরত্ন’ প্রদান করেনি এবং সেই সঙ্গে তারা বাবাসাহেবকে অপমানও করেছে।’
Be the first to comment