‘দেশের প্রতি অবদান স্মরণীয় হয়ে থাকবে চিরকাল’ মনমোহনের প্রয়াণে বললেন মোহন ভাগবত

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :- প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লি এইমসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ দেশের তাবড় তাবড় নেতা মন্ত্রীরা। শুকবার মনমোহনের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

সঙ্ঘপ্রধান বলেন, ”রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ তাঁর পরিবার এবং পরিজনকে সমবেদনা জানায়। সাধারণ ঘর থেকে উঠে এসে ডঃ মনমোহন সিং দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। দেশের প্রকৃত দক্ষ অর্থনীতিবিদ মনমোহনের অবদান স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। প্রার্থনা করি, ঈশ্বর তাঁর আত্মাকে যেন শান্তি দেন।”
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডাক্তার মনমোহন সিং। ২০০৪ সালের ৯ মে ও ২০০৯ সালের ২২ মে, পরপর দু’বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন তিনি। ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শারীরিক অসুস্থতার কারণে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহনকে। সেখানেই রাত ১০টা নাগাদ ৯২ বছরে বয়সে মৃত্যু হয় তাঁর। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ পালন করা হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*