শুটআউটের একদিন পেরিয়ে গেলও, থমথমে কোচবিহারের দিনহাটা। ঘটনার জেরে বন্ধ রাখা হয়েছে স্কুল। বুধবার, দিনহাটার এক বেসকারি স্কুলের ক্যাম্পাসে হামলা চালায় বন্দুকবাজরা। তিন শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হয়। একজন গুরুতর আহত হলেও, গুলিবিদ্ধ হন অপর দুই শিক্ষক।
এদিকে এই ঘটনার পর থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে, কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি হামলার পিছনে রয়েছে বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের হাত। যদিও এবিষয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহের আবার দাবি, শুটআউটের ঘটনাস্থল তাঁর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। তাই এবিষয়ে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না।
Be the first to comment