কলকাতায় ফের বাড়লো সংক্রমণ, করোনায় মৃত আরও ১৫

Spread the love

রাজ্যে কোভিড সংক্রমণের গ্রাফ এখনও উপরের দিকেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ আগের দিনের মতোই। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। রাজ্য়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১১ জন।

রাজ্যে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্য়া ১৫ লাখ ৮৮ হাজার ৬৬ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লাখ ৬১ হাজার ১৩৬ জন। রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৮১ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতাতেও করোনা সংক্রমণ বাড়ল। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। উত্তর ২৪ পরগনায় এই করোনা আক্রান্তর সংখ্য়া ১৪৮ জন। এই দুটি জেলা নিয়েই এখন চিন্তায় রয়েছে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলাতে করোনার জেরে মৃত্যু হয়েছে মোট ১২ জনের। উভয় জেলাতে ছ’জন, ছ’জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রও। রাজ্যকে এই প্রসঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠিতে টেস্টিং নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে । টেস্টিংয়ের সাপ্তাহিক গ্রাফও নিম্নমুখী বলে জানিয়ে টেস্টিংয়ে আরও জোর দিতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। রাজ্যের সমস্ত যোগ্য ব্যক্তিকে ভ্য়াকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ায় জোর দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*