উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পার করলো ১০০

Spread the love

দেশে করোনার দাপট বাড়তেই রাজ্য বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ১০০ পার করেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭ জন। তবে স্বস্তির বিষয় এদিন রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি রাজ্যে।

দেশে হঠাৎই করোনা সংক্রমণের দাপট অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার পার করেছে। মৃত্যু হয়েছে ২৪ জনের। এরই মাঝে চিন্তা বাড়িয়ে রাজ্যে বাড়ল সংক্রমনের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। তবে উদ্বেগের মাঝেও স্বস্তি দিয়েছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৬৮৯টি। রাজ্যে করোনার আক্রান্তের সংখ্যা বাড়তেই চিন্তায় চিকিৎসক মহল।

মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। রাজ্য সরকারও জোর দিয়েছে টিকাকরণে। ইতিমধ্যেই দেশের ১৯৪ কোটি ৭৬ লক্ষ ৪২ হাজার ৯৯২ জনকে টিকা দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*