সংক্রমণ বাড়লো কলকাতায়, চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর

একদিনে মৃত আরও ১৬ জন

Spread the love

সংক্রমণ বাড়ল কলকাতায়। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। রাজ্যেও একদিনে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের।

তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৫৮৬ জন। এত সবের মধ্যেও চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। জেলায় জারি করেছে কড়া বিধিনিষেধ। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ সামলে সুস্থতার পথে হাঁটছে পশ্চিমবঙ্গ কিন্তু, চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। রাজ্যের জেলাগুলির মধ্যে আচমকাই সংক্রমণের হার বেড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। যার জেরে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের এই জেলা।

এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে তৈরি করা হয়েছে। ওই এলাকাগুলিতে আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। প্রথমে ঠিক হয়েছিল বুধবার থেকে এই নির্দেশিকা বহাল থাকবে। তারপর সেই নির্দেশিকা বদল করে বলা হয়, আগামীকাল থেকে এই কঠোর বিধিনিষেধ বজায় থাকবে এবং খড়গপুর ও মেদিনীপুর পুর এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে ফের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্পূর্ণ পুর এলাকার পরিবর্তে ওয়ার্ডে ওয়ার্ডে নিষেধাজ্ঞা জারি থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*