রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। কয়েকটি জেলার পরিস্থিতিতে উন্নতি ঘটলেও চিন্তা সেই ২৪ পরগণা, কলকাতা। নতুন করে সংক্রমণ বৃদ্ধি হুগলিতেই। বুধবারের করোনা রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। সামান্য বেড়েছে দৈনিক কোভিড মৃত্যু। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭১৫ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। কলকাতা সহ ১৭ জেলা মৃত্যুশূন্য।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ২৫৮ । মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ২১৮। মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৩২৫। এই মুহূর্তে বাংলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ হাজার ৭১৫। রাজ্যে ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে।
এদিন মৃত্যুশূন্য ১৭ টি জেলা, যা স্বস্তি ফেরাচ্ছে অনেকটাই। সংক্রমণ ও আক্রান্ত দুয়েরই শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৮ জন। কলকাতায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। দার্জিলিঙে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। উদ্বেগ বাড়িয়ে হঠাৎ অনেকটাই বেড়েছে হুগলির সংক্রমণ। একদিনে আক্রান্ত ৫৭।
Be the first to comment