ফের বাংলায় ঊর্ধ্বমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। কলকাতাতেই ১০০ পেরিয়ে গেলো আক্রান্ত। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। বুধবারের বুলেটিনে সেই সংখ্যা ছিল ৭০৮। একদিনে সংক্রমণের হার ১.৭৩ শতাংশ। যা চিন্তার ভাঁঝ ফেলেছে চিকিৎসকদের কপালে।
কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৯৭ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৫।
অন্যদিকে, এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত নয় রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বুধবার কলকাতা মৃত্যুশূন্য হলেও এদিন কলকাতায় এক কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এদিকে, কলকাতায় বাড়ছে কোভিড। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতরও।
Be the first to comment