আবারও রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মৃত আরও ১০

Spread the love

রাজ্যের ১৬টি জেলা মৃত্যুশূন্য হলেও ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা সংক্রমণ। একইসঙ্গে উত্তর ২৪ পরগনা সহ কয়েকটি জেলার পরিসংখ্যান নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে। তবে স্বস্তি সুস্থতার হারে।

বৃহস্পতিবার রাজ্যের করোনা রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। তবে মহামারীর এই লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৩ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ।

তবে আশঙ্কা কয়েকটি জেলার কোভিড পরিস্থিতি নিয়ে। এদিনের কোভিড রিপোর্টে উল্লেখযোগ্য বিষয় হল রাজ্যে সংক্রমণের হারে শীর্ষে থাকার সঙ্গে সঙ্গে সুস্থতার হারেও শীর্ষে উত্তর ২৪ পরগণা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৩ জন। এরপরই স্থান কলকাতার।

রাজ্যের বুলেটিন অনুযায়ী, মহানগরে গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৭ জন এবং করোনায় মৃত ১। এরপরই শৈলশহর দার্জিলিং। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৭৪ জন। আচমকাই দুই মেদিনীপুরে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণের পরিমাণ। শেষ ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে নতুন করে সংক্রমিত ৪৬ এবং ৪৮ জন। সংক্রমণের রক্তচক্ষু হাওড়া ও হুগলি। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৪১ জন ও ৪৬ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*