বাংলার কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, মৃত আরও ১৪

Spread the love

রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে কোভিড গ্রাফ কমলেও চিন্তা বাড়াচ্ছে সেই কলকাতা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। তাঁদের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই করোনায় আক্রান্ত হয়েছেন ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭ জন। গত ১ দিনে রাজ্যে কোভিড মুক্ত হয়েছেন ৮২৫ জন।

রাজ্যের সার্বিক করোনা গ্রাফে বড় প্রভাব ফেলছে কলকাতার করোনা পরিস্থিতি। রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখছে কলকাতা। উত্তর ২৪ পরগনা সংক্রমণ নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংশ্লিষ্ট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে কলকাতার থেকে উত্তর ২৪ পরগনার গ্রাফ ঊর্ধ্বমুখী।

গত ২৪ ঘণ্টায় এই জেলাগুলির দৈনিক কোভিড সংক্রমণ যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা ৮৮, হুগলি ৭৮, হাওড়া ৭১, দার্জিলিং ২৯। দুর্গাপুজোর পর থেকেই রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। যদিও এরপরেই রাজ্যের একাধিক জেলায় কনটেইনমেন্ট জোন করা হয়। কমতে শুরু করে কোভিড গ্রাফ। কিন্তু, কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০০ বেশি হওয়ায় রীতিমতো উদ্বেগে বিশেষজ্ঞরা। যদিও রাজ্যের সার্বিক কোভিড চিত্র নিয়ে উদ্বেগের বিশেষ কারণ নেই বলে জানাচ্ছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*