একধাক্কায় অনেকটাই বাড়লো দৈনিক নমুনা পরীক্ষার হার। তা সত্ত্বেও দৈনিক আক্রান্তের সংখ্যায় খুব একটা বৃদ্ধি হয়নি। যা অবশ্যই এক সবুজ সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
শুক্রবারের বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। অর্থাৎ পজিটিভিটির হার নেমে এসেছে অনেকটাই। এই একই সময় সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৭ জন। যদিও মৃত্যুর হার প্রায় একই রয়েছে। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৬২। আজ তা সামান্য কমে হয়েছে ১৫৯। সুস্থতার হারও কিছুটা বেড়ে হয়েছে ৮৮.১১ শতাংশ। বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১৮১।
গত কয়েকদিন যাবৎ রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬৮-৭০ হাজারের ঘোরাফেরা করছিল। এ দিনের বুলেটিনে দেখা যাচ্ছে, আজ একধাক্কায় তা বেড়ে ৭৭ হাজারের উপর চলে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ৬২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।
সংক্রমণের হার যথারীতি সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। যদিও আশাব্যঞ্জকভাবে কলকাতায় সক্রমণের হার নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩,৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিন ৪ হাজারের আশেপাশে ছিল। শহরেই মৃত্যু হয়েছে ৩৩ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪,২৪০ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের।
Be the first to comment