বাংলায় কমলো দৈনিক সংক্রমণ, মৃত্যু ৮ জনের

Spread the love

বাংলায় করোনা সংক্রমণে খানিকটা স্বস্তি মিললো। বৃহস্পতিবারের তুলনায় রাজ্যে আজ দৈনিক সংক্রমণ সামান্য কমল। সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩৯ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪৯ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ১৮৫। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮ হাজার ৮০০। মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৭৬ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ হাজার ১০৯।

এদিকে রাজ্যে সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দার্জিলিং। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৯। দার্জিলিঙে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪। জলপাইগুড়িতে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। রাজ্যে করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত । রাত্রীকালীন নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রীকালীন বিধিনিষেধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*