নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। ধারা বজায় রেখে ফের করোনায় মৃত্যুহীন বাংলা। বাড়ল সুস্থতাও।
রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। যা রবিবারের তুলনায় কিছুটা কম। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ৬৮৬ জন। ধারাবাহিকতা বজায় রেখে গত ২৪ ঘণ্টায় ফের করোনায় মৃত্যুহীন বাংলা। স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। যা রবিবারের তুলনায় বেশ কিছুটা বেশি। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৮ হাজার ৬৯।
গত ২০২০ সালের মার্চ থেকে করোনার দাপটে ত্রস্ত গোটা বিশ্ব। বাংলাও ভাইরাসের করাল থাবা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি। বাংলাতেও দাপট দেখায় ভাইরাস। বহু মানুষের প্রাণ কাড়ে। করোনা মোকাবিলায় সেই সময় টেস্টিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়। সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরামর্শই দিচ্ছিলেন চিকিৎসকরা। তবে বর্তমানে করোনার নিম্নমুখী কোভিড গ্রাফের ফলে নমুনা পরীক্ষায় বেড়েছে অনীহা।
তবে সোমবার ৪ হাজার ৮১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৫৯ হাজার ৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিট রেট ১.১০ শতাংশ। টিকাকরণের উপরেও রয়েছে বিশেষ নজর। সোমবার ৫ হাজার ৮৮৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩০ লক্ষ ২ হাজার ৭০৯টি।
Be the first to comment