ফের চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে রাজ্যে আক্রান্ত ৪০০-এর বেশি

Spread the love

ফের লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ পার। এর মধ্যে শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা প্রায় দু’শো। যা নিসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যকর্তাদের।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৪০৬ জন। যা সোমবারের প্রায় দ্বিগুণ। এর মধ্যে কলকাতায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ১৯১ জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায়ও সংক্রমিত শতাধিক-১০৪। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। স্বস্তি দিয়ে ওই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের চারটি জেলায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মেলেনি। চারটি জেলা হল কালিম্পং, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া। 

সংক্রমণ বাড়লেও গত কয়েকদনি করোনায় প্রাণ যায়নি রাজ্যের কারোর। তবে গত ২৪ ঘণ্টায় সেই রীতিতে ছেদ পড়ল। মৃত্যু হল কোভিড সংক্রমিত ১ জনের। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ২১০। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন।

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১২০ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৯ হাজার ৮ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২২৭৯ জন। আর হাসপাতালে ভরতি ৫০ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়াল ২৩২৯ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*