কোভিড রুখতে ১ জুন পর্যন্ত লকডাউন-কড়াকড়ি বাড়াল মহারাষ্ট্র

Spread the love

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কড়াকড়ির মেয়াদ আরও এক মাস বাড়াল মহারাষ্ট্র ৷ লকডাউনের মতো কড়াকড়ি আগামী 1 জুন সকাল সাতটা পর্যন্ত জারি থাকবে ৷ নয়া এই নির্দেশিকার কথা ঘোষণা করেন মুখ্যসচিব সীতারাম কুন্তে ৷ কোভিড শৃঙ্খল ভাঙতে যে কড়াকড়ি করা হয়েছিল, তা শেষ হওয়ার কথা ছিল ১৫ মে ৷

এই দফার নির্দেশিকায় রাজ্যে যাঁরা প্রবেশ করবেন, তাঁদের আরটি-পিসিআর-এর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা রয়েছে ৷ আরও বলা হয়েছে, “দুধ সংগ্রহ, পরিবহণ ও প্রক্রিয়াকরণ কড়াকড়ি ছাড়াই করতে দেওয়া হবে ৷ তবে রিটেলে বিক্রির ক্ষেত্রে তা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানের উপর বিধিনিষেধ মেনে করতে হবে বা হোম ডেলিভারি করতে হবে ৷” গ্রামীণ বাজারেও যাতে কোভিড বিধি মেনে চলা হয়, তা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছে স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর ৷

বুধবার মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৬,৭৮১ জন ৷ একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮১৬ জনের ৷ গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাকে জয় করে সেরে উঠেছেন ৫৮,৮০৫ জন ৷ কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*