করোনার তৃতীয় ঢেউ এলে বেশি সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই মতো সরকারি হাসপাতালে পরিকাঠামো বাড়ানোর প্রস্তুতি তুঙ্গে।
করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে সতর্ক বেসরকারি হাসপাতালগুলিও। করোনার তৃতীয় ঢেউয়ে বেশি শিশুর আক্রান্ত হওয়ার আশঙ্কায় হাসপাতালের পরিকাঠামো বাড়ানো এবং কর্মচারীদের প্রশিক্ষণ এর উপর জোর দেওয়া হচ্ছে।
গত দেড় দু’বছরের করোনা মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে চিকিৎসকদের। কিন্তু শিশুদের চিকিৎসা পদ্ধতি বা পরিষেবার ক্ষেত্রে অনেক বেশি সংবেদনশীল ও সজাগ থাকার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।
Be the first to comment