করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

Spread the love

করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় সব দিক থেকে প্রস্তুতি সেরে রাখছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে ৫ অগস্ট কোভিড সংক্রান্ত ‘গ্লোবাল অ্যাডভাইজ়রি বোর্ড’-এর বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, তৃতীয় ঢেউ নিয়ে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত রাজ্যের সঙ্গে আলোচনা করেনি। রাজ্য সরকার প্রস্তুতি নিতে গ্লোবাল অ্যাডভাইজ়রি বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করবে। সেই বৈঠকে থাকবেন বোর্ডের চেয়ারম্যান, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যে সংক্রমণের হার নিম্নমুখী হলেও যে-কোনও মুহূর্তে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় পরিকাঠামোর আরও উন্নয়ন থেকে শুরু করে টিকাকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি গর্ভবতীদের টিকাদানের বিষয়ে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পদক্ষেপ করছে রাজ্যও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*